উদ্দীপ্ত পাকিস্তানের সামনে দাপুটে অস্ট্রেলিয়া
ঢাকা: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে চূর্ণ হয়ে টুর্নামেন্ট শুরু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বিশাল হার। এরপর টানা চার ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তান। অন্যদিকে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেই নক আউট পর্বে নাম লেখায় অস্ট্রেলিয়া। যারা বিশ্বকাপের হট ফেভারিট। এই দুই দল আগামীকাল শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে। অ্যাডিলেড ওভালের হাইভোল্টেজ সে ম্যাচে কে জিতবে? তা জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্রিকেট ভক্তদের।
অবশ্য মাঠে নামার আগে পরস্পরকে সমীহই করছে দু দল। মিসবাহ বলছেন, “অস্ট্রেলিয়া সবসময় ভয়ংকর দল। তার ওপর নিজেদের পরিচিত হওয়া-জলে খেলছে তারা। ভেন্যুর সবকিছুই তাদের নখদর্পনে। এটা অবশ্যই সাহায্য করবে তাদের। সুতরাং সতর্ক হয়ে আস্থা নিয়ে খেলতে হবে আমাদের।” অন্যদিকে মাইকেল ক্লার্ক বলছেন, “পাকিস্তান সবসময় ভালো একটি দল। অনেক মেধাবী ক্রিকেটার রয়েছে তাদের। গোটা টুর্নামেন্ট জুড়েই তা প্রমাণ করেছে তারা। কিন্তু নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী আমরা।”
ফর্ম গাইডঃ
অস্ট্রেলিয়ার সর্বশেষ পাঁচ ম্যাচ: WWWLW
পাকিস্তানের সর্বশেষ পাঁচ ম্যাচ: WWWWL
পরিসংখ্যানের ইতিউতি:
১. অস্ট্রেলিয়ান পেসার মিশেল স্টার্ক বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। ৮.৫০ গড়ে ১৬টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। ২২.৪২ গড়ে পাকিস্তানের ওয়াহাব রিয়াজ নিয়েছেন ১৪টি উইকেট। স্টার্কের থেকে দুটি কম।
২. বিশ্বকাপে দুই দলের মধ্যে হয়ে যাওয়া আটটি ম্যাচে সমান ৪টি করে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ২০১১ সালে কলম্বোতে সর্বশেষ সাক্ষাতে পাকিস্তান অসিদের হারিয়েছিল।
৩. দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে কেবলমাত্র মিসবাহ উল হক সেরা দশ রান সংগ্রাহকের মধ্যে রয়েছেন। ৫২.৬৬ গড়ে ৩১৬ রান সংগ্রহ করেছে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








