মাশরাফিকে শাস্তি দিল আইসিসি
ঢাকা: স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে শাস্তি দিল আইসিসি। এক ম্যাচের জন্য বহিস্কৃত হয়েছেন তিনি। সাথে সাথে ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেয়া হয়েছে তার। তাছাড়া বাংলাদেশ দলের বাকি সদস্যদের ২০ শতাংশ করে জরিমানা গুণতে হবে।
বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বোলিংয়ে ৫০ ওভার শেষ করতে নির্ধারিত সময়ের বেশি সময় নেয় বাংলাদেশ। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে টুর্নামেন্টে দ্বিতীয় বারের মতো এমন ঘটনা ঘটলো। এর আগে ইংল্যান্ড ম্যাচেও বাংলাদেশ শেষের দুই ওভারের জন্য অতিরিক্ত সময় নিয়েছিল। যে কারণে মাশরাফিসহ গোটা বাংলাদেশ দলকে শাস্তির মুখে পড়তে হলো। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি শ্রীলঙ্কার রোশন মাহানামা এই শাস্তির নির্দেশ দেন।
দুই অনফিল্ড আম্পায়ার পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গৌল্ড, তৃতীয় আম্পায়ার ইংল্যান্ডের স্টিভ ডেভিস এবং টিভি আম্পায়ার পল রাইফেলের দায়ের করা ডায়েরির ভিত্তিতে রোশন মাহানামা এই শাস্তি আরোপ করেন। আইসিসির ২.৫.১ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে বাংলাদেশ ও মাশরাফিকে শাস্তি দেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








