তারপরও রঙিন ভবিষ্যতে চোখ মাশরাফির
ঢাকা: শেষ আটের লড়াইয়েই থামতে হলো বাংলাদেশকে। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঘটনাবহুল ম্যাচে ভারতের কাছে ১০৯ রানে হারতে হয়েছে টাইগারদের। এই বিষয়টি নিশ্চয়ই কষ্ট দিচ্ছে মাশরাফি বিন মুর্তজাকে। পোড়াচ্ছে দলের বাকি ক্রিকেটারদেরও। কিন্তু বিষাদের দিনেও আশার কথা শোনালেন বাংলাদেশ অধিনায়ক।
মেলবোর্নে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “ইনিংসের শুরুতে রুবেল হোসেন ও সাকিব আল হাসান দারুণ বোলিং করেছে। কিন্তু পরে সেই মোমেন্টামটা ধরে রাখতে পারিনি আমরা। আসলে ৩০০ রান তাড়া করে জেতাটা খুব কঠিন। ২৮০ রান হলে ভালো হতো। আমার ধারনা আজকের ম্যাচ ছাড়া বাকি টুর্নামেন্ট নিয়ে সবাই খুশিই থাকবে। আমাদের অধিকাংশ ক্রিকেটার সবেমাত্র তাদের ক্যারিয়ার শুরু করেছে। এই বিশ্বকাপ নিয়ে তাদের সুখী থাকার কথা। আমোদিত হওয়ার কথা আমাদের ভক্তদেরও।”
সংযুক্তি হিসেবে মাশরাফি আরো বলেন, “আমার ধারণা বিশ্বকাপের নকআউটের অভিজ্ঞতা না থাকাটা আমাদের পারফরম্যান্সে একটা প্রভাব রেখেছে। এখন অবশ্য সে অভিজ্ঞতাটা অর্জন করলাম আমরা। আশা করছি এই বছরটা আমাদের ভালো যাবে। সব দর্শককে ধন্যবাদ।” প্রসঙ্গত, বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে ভারত। এর জবাবে বাংলাদেশ ১৯৩ রানে অলআউট হয়। হার মানে ১০৯ রানের ব্যবধানে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








