News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২০, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫২, ১৮ জানুয়ারি ২০২০

পদত্যাগ করলেই কি সিদ্ধান্ত পক্ষে আসবে: আইসিসি সভাপতি

পদত্যাগ করলেই কি সিদ্ধান্ত পক্ষে আসবে: আইসিসি সভাপতি

ঢাকা: আইসিসি থেকে ‘পদত্যাগের সিদ্ধান্তের’ কথা এড়িয়ে গেলেন আইসিসির প্রেসিডেন্ট আহম মোস্তফা কামাল।

একটি বেসরকারি চ্যানেলে দেখা গেছে, অস্ট্রেলিয়ায় তিনি সাংবাদিকদের কাছে বলছেন, “এমনও হতে পারে, মে বি আই উইল রিজাইন”।

টেলিফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।”

এ বিষয়ে আইসিসিতে আপিল করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। আমি তো আর এ বিষয়ে বলতে পারি না।”

তিনি বলেন, “বিলবোর্ডে দেখলাম, আইসিসি মানে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’। কিন্তু এ ধরণের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব আমি করব না।”

দেশের কয়েকটি টিভি চ্যানেলের স্ক্রলে দেখানো হয়, বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে প্রয়োজনে আইসিসি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেবেন আইসিসির সভাপতি আহম মোস্তাফা কামাল।

এরপর এ বিষয়ে নিউজবাংলাদেশের পক্ষ থেকে মোস্তফা কামালের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়। কিন্তু পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

তিনি নিউজবাংলাদেশকে বলেন, “আমি পদত্যাগ করলেই কি এর সমাধান হয়ে যাবে? পদত্যাগ করলেই কি আম্পায়ারদের ডিসিশন আমাদের পক্ষে আসবে?”

আম্পায়ারদের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, “যে আম্পায়ারিং হয়েছে, সেটা ভুল হয়েছে। আমি সেখানে ছিলাম। আমি বিষয়টি আগামী মাসে আইসিসির সভায় তুলব।”

তিনি আরও বলেন, “আইসিসির দায়িত্ব হবে ঘটনা তদন্ত করে বিষয়টির সমাধান করা। বাজে আম্পায়ারিং যে হয়েছে, তা ভারত, পাকিস্তানসহ পৃথিবীর বিভিন্ন দেশের ক্রিকেট বোদ্ধারাই বলেছেন।”

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত খেলায় টাইগারদের বিপক্ষে আম্পায়ারদের বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের কারণে ফুঁসে উঠেছে বাংলাদেশ। একইসঙ্গে বিশ্বের ক্রিকেট বোদ্ধারাও এ বিষয়ে সমালোচনায় মেতেছেন। ফেসবুক, টুইটারে চলছে সমালোচনার ঝড়।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এফকে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়