পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হলো চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রত্যাশিতভাবেই রোমাঞ্চে ভরপুর এই লড়াইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো মহাদেশসেরা হলো ভারত।
কলম্বোয় রবিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত শিরোপা লড়াইয়ে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ফারহান ও ফখর জামানের জুটিতে ভালো শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। ফারহান ৩৮ বলে ৫৭ রান করে আউট হওয়ার পর ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। সাইম আয়ুব মাত্র ১৪ রান করে ফেরেন।
এরপরই ধস নামে পাকিস্তানের ইনিংসে। ১৭তম ওভারে একাই ৩ উইকেট নেন কুলদীপ যাদব। ২১ রানের ব্যবধানেই হারায় ৭ উইকেট। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতে ১৪৬ রানে অলআউট হয় বাবর আজমের দল।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে বিপাকে পড়ে ভারত। মাত্র ৩৬ রানে হারায় ৩ উইকেট—আউট হন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুবমান গিল। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান তিলক ভার্মা। তিনি দায়িত্বশীল ব্যাটিং করে ফিফটি পূরণ করেন।
সাঞ্জু স্যামসন ও শিবম দুবের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে ম্যাচ এগিয়ে নেন তিলক। দুবে আউট হওয়ার পর শেষ দিকে রিংকু সিংকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
আরও পড়ুন: ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে বাধা নেই
পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ ভালো বোলিং করলেও ভারতের ব্যাটারদের থামাতে পারেননি। শেষ ওভারে হারিস রউফের বাজে বোলিং পাকিস্তানের আশা গুঁড়িয়ে দেয়।
এই জয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। এর মধ্যে সাতবার ওয়ানডে ও দুইবার টি–টোয়েন্টি আসরে শিরোপা জয়ের কীর্তি গড়ল তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








