মহাঅষ্টমী কুমারী পূজা আজ

ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ। এদিনের প্রধান আকর্ষণ কুমারী পূজা। শুদ্ধ নারীর প্রতীক হিসেবে এক কুমারী বালিকাকে দেবীরূপে কল্পনা করে পূজা করা হয়। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠসহ সারাদেশের বিভিন্ন মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আড়ম্বরপূর্ণ পরিবেশে এই পূজা অনুষ্ঠিত হয়।
দুর্গাপূজার অষ্টমী তিথিতে মহামায়ার ষষ্টক অর্থাৎ ছয় বছরের কুমারী রূপ ‘উমা’র পূজা করা হয়। তবে প্রচলিত নিয়মে ১ থেকে ১৬ বছরের যেকোনো হিন্দু কুমারী কন্যাকে দেবীর জীবন্ত প্রতিমা কল্পনা করে পূজা করা যায়। পূজিত কন্যাকেই বলা হয় ‘উমা’। ভক্তদের মতে, কুমারী পূজা একাধারে ঈশ্বরের উপাসনা, মানবপ্রেম ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার প্রতীক।
আগামীকাল বুধবার মহানবমীতে নবমীবিহিত পূজা শেষে মণ্ডপে মণ্ডপে দেবীর মহাপ্রসাদ বিতরণ করা হবে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এ বছর কুমারী পূজা শুরু হবে বেলা ১১টায় এবং শেষ হবে দুপুর ১টায়। এর আগে মহাঅষ্টমীর পূজা শুরু হবে সকাল ৬টা ১০ মিনিটে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে সকাল ১০টা ৩০ মিনিটে এবং মধ্যাহ্ন প্রসাদ বিতরণ হবে দুপুর ১২টায়। মহাঅষ্টমী উপলক্ষে সন্ধিপূজা হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৭টা ১ মিনিটে।
আরও পড়ুন: হজের তিন প্যাকেজ ঘোষণা, খরচ কমছে সামান্য
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানিয়েছেন, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে পূজা হচ্ছে ২৫৯টি মণ্ডপে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে ২২ দফা নির্দেশনা জারি করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেছেন, আড়ম্বর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি