News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪১, ২৭ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজা শুরু রবিবার, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ

শারদীয় দুর্গাপূজা শুরু রবিবার, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ

ছবি: সংগৃহীত

মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই মহোৎসবের সমাপ্তি হবে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে।

এ বছর দেশের বিভিন্ন স্থানে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজার আয়োজন হয়েছে, যা গত বছরের তুলনায় ১ হাজার ৮৯৪টি বেশি। ঢাকা মহানগরে পূজা অনুষ্ঠিত হবে ২৫৮টি মণ্ডপে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, সারাদেশে মণ্ডপ নির্মাণ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতি শেষ হয়েছে। পূজাকে ঘিরে সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে।

সরকারের নির্বাহী আদেশে বুধবার (১ অক্টোবর) মহানবমী ও বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলে দেশবাসী টানা চার দিনের ছুটি উপভোগ করবেন।

শাস্ত্রীয় মতে, এ বছর দুর্গার আগমন গজে (হাতি), যা শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামলার প্রতীক। তবে দেবীর প্রস্থান হবে দোলায় (পালকি), যা অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত।

উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি ও স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে।

আরও পড়ুন: জুমাবারের ফজিলত ও রাসুল (স.)-এর সুন্নত অনুযায়ী গুরুত্বপূর্ণ আমল

ঢাকেশ্বরী মন্দিরে পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, বস্ত্র ও মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা এবং বিজয়া শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশন, তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ বিভিন্ন মন্দিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতারা হিন্দু সম্প্রদায়সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়