সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামে কয়েক গ্রামে ঈদুল ফিতর উদযাপন
ছবি: নিউজবাংলাদেশ
কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, চিলমারী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার কয়েকটি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত আদায় করেছেন মুসল্লিরা। আলাদা আলাদা জামাতে প্রায় সহস্রাধিক মুসল্লি এই নামাজে অংশ নিয়েছেন।
রবিবার (৩০ মার্চ) সকালে রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়নের গয়টা পাড়া গ্রাম, চর রাজীবপুরের রাজীবপুর সদর ইউনিয়নের পূর্ব করাতিপাড়া, চিলমারী উপজেলার অস্টমীর চর ইউনিয়নের নটারকান্দি হাজী পাড়া, ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়ন পাইকডাঙ্গা ও পাইকের ছড়া গ্রাম, ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া গ্রামে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
রৌমারী উপজেলার চর শৈলমারী ইউনিয়নের নারী ইউপি সদস্য আলেয়া খাতুন জানান, দীর্ঘ কয়েক বছর ধরে সৌদি আরব ও মধ্য প্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে রমজানের রোজা রাখা, ঈদের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করে আসছেন গয়টাপাড়ার বাসিন্দারা। তারই ধারাবাহিকতায় আজও ওই গ্রামে উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
চিলমারী উপজেলার অস্টমীর চর ইউনিয়নের নটারকান্দি হাজী পাড়া গ্রামের স্থানীয় ঈমাম আবু সাঈদ জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অনান্যবারের মতো এবারও নারী পুরুষ মিলে প্রায় চার শত মুছল্লী নামাজে অংশগ্রণহ করেছে।
চিলমারী উপজেলার ঢুসমারা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিরঞ্জন বলেন, সকালে নটারকান্দি হাজীপাড়া গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








