News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৩, ৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৫:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২৫

মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া রাসুলের শিক্ষা নয়: রিজভী

মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া রাসুলের শিক্ষা নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে। মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া রাসুলের শিক্ষা নয়।”

শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, দেশে নৈরাজ্য চলছে এবং তৌহিদী জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। বিএনপির আমলে শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করেছিলেন; এখন আবারও এমন কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, তা অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করতে হবে।

আরও পড়ুন: জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা বিএনপির

তিনি প্রশ্ন তুলেছেন, “ভেতর থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। পাকিস্তান আমলেও মাজার আক্রমণ বা লাশ পুড়িয়ে দেয়ার ঘটনা শোনা যায়নি। এখন হঠাৎ করে দেশে এসব নৈরাজ্য কেন বাড়ছে?”

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়