News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৮, ১৬ আগস্ট ২০২৫

২০০৮ সালের নির্বাচন সুষ্ঠু হয়নি: মঈন খান

২০০৮ সালের নির্বাচন সুষ্ঠু হয়নি: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ফাইল ছবি

২০০৮ সালের নির্বাচন পরিকল্পিতভাবে অনুষ্ঠিত হয়েছিল এবং সেই নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ দেশের সব দিক ধ্বংস করেছে দাবি করে মঈন খান বলেন, শিক্ষা ব্যবস্থাকেও পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শেখ হাসিনার আমলে বিএনপি নেতাকর্মীদের নামে ঢালাওভাবে মামলা দেওয়া হয়েছে। প্রায় ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছিল। দেশের মানুষ কখনো আধিপত্যবাদ মেনে নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে: সালাহউদ্দিন

আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জানিয়েছে। আমরা আশা করি, নির্বাচন কমিশন শিগগিরই শিডিউল ঘোষণা করে ভোটের তারিখ নির্ধারণ করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়