News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১০, ২৪ আগস্ট ২০২৫

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করলেন রুহুল কবির রিজভী

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সতর্ক করলেন রুহুল কবির রিজভী

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ফেসবুকে স্বাক্ষর জাল করে পোস্ট করা ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৩ আগস্ট) রাতে রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জানানো হয়। একই তথ্য বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বানোয়াট ও ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে, যা বিএনপি দপ্তর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি।

রুহুল কবির রিজভী জানান, স্বার্থান্বেষী একটি মহল তার স্বাক্ষর জাল করে গত ২২ আগস্ট ফেসবুকে ভুয়া বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত।

আরও পড়ুন: পিআর পদ্ধতি কর্তৃত্ববাদ বাড়াবে: রিজভী

তিনি স্পষ্ট করে বলেন, তার স্বাক্ষরে বিএনপি দপ্তর থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া ও বিভ্রান্তিকর। সূত্র: বাসস

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়