News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৬, ১৪ আগস্ট ২০২৫

কক্সবাজারে ওসিকে গালিগালাজ ও হুমকি: বিএনপি নেতার পদ স্থগিত

কক্সবাজারে ওসিকে গালিগালাজ ও হুমকি: বিএনপি নেতার পদ স্থগিত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে গালিগালাজের ঘটনায় দলের জেলা সদস্য ও মহেশখালী পৌর শাখার সাবেক আহ্বায়ক আকতার হোসেনের দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি। 

বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সাদাপাথর লুট: ইউপি চেয়ারম্যান আলমগীর গ্রেপ্তার

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়