রাজশাহী মেডিক্যালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে মারা যান তিনি।
মৃত রওশন আরা (৫৫) কুষ্টিয়ার দৌলপুর গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী।
হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক সাইফুল ফেরদৌস বলেন, “ডেঙ্গ আক্রান্ত রওশন আরাকে গত মঙ্গলবার এই হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
ওই চিকিৎসক আরো জানান, শনিবার বেলা ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন দুইজন। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন। তাদের মধ্যে দুইজন আছেন আইসিইউতে। আর এ বছর তাদের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন ৬৫৭ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোট তিনজন।
নিউজবাংলাদেশ.কম/এফএ