নাটোরে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
নাটোর: জেলার সিংড়ায় মুক্তিযোদ্ধা ননী গোপাল কুন্ডু (৭৫) ও তার স্ত্রী চিত্তা রানী কুন্ডুকে (৬৫) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে উপজেলার কলম ইউনিয়নের পারসাঐল গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ননী গোপাল কুন্ডু পারসাঐল গ্রামের বাকু কুন্ডুর ছেলে।
এদিকে এ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
এলাকাবাসী ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, পূর্ব-শত্রুতার জের ধরে রোববার ভোরে দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা ননী গোপাল কুন্ডুর বাড়িতে ঢ়ুকে প্রথমে তার স্ত্রী চিত্তা রানী কুন্ডুকে মুখের ভিতর কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরের ভিতর ঢ়ুকে মুক্তিযোদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে।
সকালে এলাকাবাসী তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয় তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়।
এ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে সিংড়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ দুদু বলেন, মুক্তিযোদ্ধা হত্যায় দোষী ব্যক্তিদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে।
নিউজবাংলাদেশ.কম/এমএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম