News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৪, ২১ অক্টোবর ২০১৯
আপডেট: ১৭:২৯, ২০ জানুয়ারি ২০২০

বিত্তবান প্রেমিককেই বিয়ে করলেন জেনিফার লরেন্স

বিত্তবান প্রেমিককেই বিয়ে করলেন জেনিফার লরেন্স

বিয়ে করলেন জেনিফার লরেন্স। শনিবার যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টের একটি ম্যানশনে বন্ধু কুক ম্যারোনিকে বিয়ে করেন বলে খবর পাওয়া গেছে।

ওই সময় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু ছাড়াও উপস্থিত ছিলেন এমা স্টোন, অ্যাডেল, অ্যামি সুমার, ক্রিস জেনারের মতো তারকারা। 

২০১৮ সালের জুন থেকে দুজনকে একসঙ্গে দেখা গেলেও গত ফেব্রুয়ারিতে বাগদান সারেন এই জুটি। এরপর মে মাসে ঘনিষ্ঠজনদের নিয়ে বাগদানের একটি পার্টির আয়োজনও করেন তারা। হাঙ্গার গেমস ও এক্স-মেন সিরিজসহ অসংখ্য জনপ্রিয় হলিউড সিনেমার অভিনেত্রী জেনিফার লরেন্স। অন্যদিকে কুক ম্যারোনি পেশায় আর্ট গ্যালারির মালিক ও পরিচালক। জেনিফার লরেন্সের ম্যানেজার ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

পিপল ম্যাগাজিনের পক্ষ থেকে জানা গেছে, বিয়ের পার্টিতে ১৪০ জন আত্মীয় ও বন্ধুর সামনে ২৯ বছর বয়সী জেনিফার লরেন্স আর ৩৪ বছর বয়সী কুক ম্যারোনি বলেছেন, ‘আই ডু’।

কিন্তু এত মানুষ থাকতে কেন কুক ম্যারোনি? ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-এর এই প্রশ্নের উত্তরে ‘হাঙ্গার গেমস’, ‘এক্স মেন’, ‘মাদার’ ছবির অভিনেত্রী জেনিফার লরেন্স বলেছেন, “ওর সঙ্গে সম্পর্কটা খুব সহজ আর স্বতঃস্ফূর্তভাবে হয়ে গেল। এই জীবনে যত মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তার ভেতর কুকই সেরা। ও আমার সবচেয়ে কাছের বন্ধু।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়