News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪০, ১৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৪:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশকে হারাতে মরিয়া জিম্বাবুয়ে

বাংলাদেশকে হারাতে মরিয়া জিম্বাবুয়ে

বাংলাদেশের সাথে প্রথম ম্যাচে হারের পর আফগানদের সাথেও হেরেছে জিম্বাবুয়ে। আগামীকাল বাংলাদেশের সাথে হারলেও বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবু বিশ্বাস বা সাহস, কোনোটিরই কমতি নেই জিম্বাবুয়ের। অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস জানালেন, ফাইনালে ওঠার বিশ্বাস নিয়েই সামনের ম্যাচগুলোয় মাঠে নামবে দল।

আফগানদের সাহে চাপে থাকা বাংলাদেশকে চেপে ধরতে চায় জিম্বাবুয়ে।  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মঙ্গলবার ঘাম ঝরিয়েছে জিম্বাবুয়ে দল। বুধবার এই মাঠেই তাদের লড়াই টুর্নামেন্টে টিকে থাকার। প্রতিপক্ষ বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে প্রায় হারিয়েই দিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি আফিফ হোসেনের অসাধারণ এক ইনিংসের সঙ্গে। পরের ম্যাচে আফগানিস্তানকেও তারা চাপে রাখতে পেরেছিল একটা পর্যায় পর্যন্ত। ১৪তম ওভারে আফগানদের রান ছিল ৪ উইকেটে ৯০। সেখান থেকে নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবির ব্যাটিং তান্ডব দলের রানকে নিয়ে যায় ধরাছোঁয়ার প্রায় বাইরে।

হেরে যাওয়া ওই দুই ম্যাচেই জয়ের উপকরণ খুঁজে পাচ্ছেন উইলিয়ামস। দলের অনুশীলন শেষে এই অলরাউন্ডার বলেন, “ছোট ছোট কিছু ব্যাপার ঠিকঠাক করতে পারলেই ধরা দেবে জয়। বাংলাদেশের বিপক্ষে আমাদের জিততেই হবে। আসলে পরের দুটি ম্যাচই আমাদের আবশ্যিক জয়ের ম্যাচ। আমরা যদি মৌলিক দিকগুলো ঠিকঠাক করতে পারি… যেমন ফিল্ডিং, কিছু সূক্ষ্ম ব্যাপার আছে, সেগুলো যদি ঠিকঠাক করতে পারি, দুটি ম্যাচ জয়েরই ভালো সম্ভাবনা আছে আমাদের।”

এছাড়া তিনি বলন, “আগের দুটি ম্যাচেই আমরা উভয় দলকে কঠিন সময় দিয়েছি, শেষ ওভার পর্যন্ত টেনে নিয়েছি। সামনে যদি মাঠে সময়মতো ভালো সিদ্ধান্ত আরও নিয়মিতভাবে নিতে পারি, আমাদের এগিয়ে যাওয়ার ভালো সম্ভাবনা আছে।”

বাকি দুই ম্যাচ জিতে ফাইনালে খেলা আশা নিয়ে উইলিয়ামস বলেন, “অবশ্যই (ফাইনালে খেলা সম্ভব), আমি সবসময়ই বিশ্বাস করি। খেলাটায় পার্থক্য গড়ে সূক্ষ্ম কিছু বিষয়...কিছুই অসম্ভব নয়। আমরা মাঠে নেমে সর্বোচ্চটা উজাড় করে দেব।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়