ভিসা নিয়ে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের

ফাইল ছবি
ভিসার আবেদনে মিথ্যা তথ্য বা জাল নথিপত্র জমা দিলে আবেদনকারীর ভিসা স্থায়ীভাবে বাতিল হবে এবং তিনি আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ হারাবেন—এমন কড়া সতর্কবার্তা আবারও দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
সোমবার (০৮ সেপ্টেম্বর) দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং এক্স (টুইটার) হ্যান্ডেলে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়।
মার্কিন দূতাবাস তাদের বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করেছে, ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। ভিসার আবেদনে মিথ্যা তথ্য বা জাল কাগজপত্র জমা দিলে ভিসা চিরতরে বাতিল হবে। এর অর্থ, সংশ্লিষ্ট ব্যক্তি আর কখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, এমনকি ভ্রমণ বা অভিবাসনের জন্যও নয়। দূতাবাস জানায়, ভিসা জালিয়াতির শাস্তি সাময়িক নয়, বরং আজীবনের জন্য।
এর আগেও ঢাকার মার্কিন দূতাবাস ভিসা প্রার্থীদের জন্য একই ধরনের কঠোর বার্তা দিয়েছিল।
তখন তারা স্পষ্ট করে বলেছিল, ভিসা জালিয়াতিতে জড়িতদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে।
এই সর্বশেষ বিজ্ঞপ্তিতে দূতাবাস তাদের আগের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে যে, মিথ্যা তথ্য বা জাল নথি দিয়ে ভিসা নেওয়ার চেষ্টা করা মানে যুক্তরাষ্ট্রে ভ্রমণের সম্ভাবনা স্থায়ীভাবে হারিয়ে ফেলা।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা
বার্তায় মার্কিন দূতাবাস আরও একধাপ এগিয়ে সতর্ক করে বলেছে, যদি কোনো দেশের সীমান্ত সুরক্ষিত না থাকে, তবে সেটি জাতি হিসেবেই টিকে থাকতে পারে না। এ কারণে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে অবৈধ অভিবাসন এবং ভিসা জালিয়াতি রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপ শুধু আবেদনকারীর জন্য নয়, বরং এই প্রক্রিয়ায় জড়িত পুরো নেটওয়ার্কের বিরুদ্ধে নেওয়া হবে।
দূতাবাসের মতে, শুধু ভিসা জালিয়াতিতে সরাসরি জড়িতরাই নন, যারা অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় সহযোগিতা করে বা অবৈধভাবে কাউকে আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনা হবে। অর্থাৎ, ভিসা জালিয়াতির সঙ্গে যুক্ত পুরো নেটওয়ার্ককে আইনের আওতায় আনা হবে। অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা, তাদের আশ্রয় দেওয়া বা সহায়তা করার সঙ্গে কেউ যুক্ত থাকলেও তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
ঢাকার মার্কিন দূতাবাসের এই সর্বশেষ ঘোষণা থেকে এটি স্পষ্ট—ভিসা জালিয়াতির বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দেবে না। আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছে, সঠিক তথ্য ও বৈধ নথি জমা দেওয়াই একমাত্র উপায়। অন্যথায় যুক্তরাষ্ট্র ভ্রমণের পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।
নিউজবাংলাদেশ.কম/পলি