ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানসহ গ্রেপ্তার ৯

বাংলাদেশ রিপাবলিক পার্টির (বিআরপি) প্রধান উপদেষ্টা সেলিম প্রধান। ছবি: সংগৃহীত
অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় তাদের রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার আল আমিন হোসাইন জানান, বারিধারার ১২ নম্বর রোডে ‘নেক্সাস ক্যাফে’ নামে একটি অনুমোদনহীন সিসা বারে সিসা ব্যবসা চালানো হচ্ছিল। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিসা ও সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে সেলিম প্রধানের পরিচয় জানা গেলেও বাকিদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এই গ্রুপের অধীনে থাকা ‘পি২৪ গেমিং’ নামের একটি প্রতিষ্ঠান অনলাইনে ক্যাসিনো পরিচালনার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে র্যাব। এরপর তার গুলশান ও বনানীর বাসা-অফিসে অভিযান চালিয়ে ২৯ লাখ টাকা, বিদেশি মদ, বিভিন্ন দেশের মুদ্রা এবং দুটি হরিণের চামড়া জব্দ করা হয়।
আরও পড়ুন: ফ্যাসিবাদ দমনে জনগণই শক্তি: আদিলুর রহমান
বাসায় হরিণের চামড়া রাখার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দেয়।
পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মুদ্রা পাচার ও অবৈধ সম্পদের অভিযোগে একাধিক মামলা হয়। এসব মামলার মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) করা মামলায় আদালত তাকে ৮ বছরের কারাদণ্ড দেয়।
কারাগারে চার বছর কাটানোর পর ২০২৩ সালের অক্টোবরে জামিনে মুক্তি পান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনডি