News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ২৯ জুলাই ২০২৫

১১ দিনের বিশেষ সতর্কতার বিষয়ে আমি অবগত নই: আইজিপি

১১ দিনের বিশেষ সতর্কতার বিষয়ে আমি অবগত নই: আইজিপি

আইজিপি বাহারুল আলম। ফাইল ছবি

আওয়ামী লীগের হামলার আশঙ্কায় পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিনের বিশেষ সতর্কতা জারি করা হলেও—এ বিষয়ে কিছুই জানেন না পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আইজিপি বলেন, “জুলাই-আগস্ট মাস জুড়েই সাধারণ সতর্কতা জারি থাকে। তবে নির্দিষ্ট করে ১১ দিনের কোনো বিশেষ সতর্কতার বিষয়ে আমি অবগত নই।”

এসবির পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান’ উপলক্ষে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে কর্মসূচি পালন করছে। এর ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে “বিশেষ গুরুত্বপূর্ণ” হিসেবে চিহ্নিত করেছে এসবি। এই সময়কালজুড়ে দেশে সম্ভাব্য অস্থিরতা ঠেকাতে পুলিশের জন্য কিছু নির্দিষ্ট নির্দেশনাও পাঠানো হয়।

এসব নির্দেশনার মধ্যে রয়েছে: ২৯ জুলাই–৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা,  সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন (বিশেষ করে মোটরসাইকেল, মাইক্রোবাস) তল্লাশি, গুরুত্বপূর্ণ টার্মিনাল ও যানবাহন কেন্দ্রগুলোতে (বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বিমানবন্দর, লঞ্চঘাট) বাড়তি নিরাপত্তা, গ্রেফতারি পরোয়ানা তামিল, মোবাইল পেট্রোল জোরদার করা, গুজব রোধে সাইবার নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা।

আরও পড়ুন: গণহত্যার বিচার ডিসেম্বরে শেষ হবে: চিফ প্রসিকিউটর

এছাড়া কোনো অনভিপ্রেত ঘটনার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্পেশাল ব্রাঞ্চকে অবহিত করতে বলা হয়েছে।

বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে- ডিএমপি কমিশনার, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, সিটি এসবি, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারদের কাছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়