News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৭, ২৬ জানুয়ারি ২০২৫

দেশে গত ১ বছরে ৭০ হাজারের বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ

দেশে গত ১ বছরে ৭০ হাজারের বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশে গত এক বছরে নতুন করে ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। রাখাইন রাজ্যে বড় রকমের মানবিক বিপর্যয়ের ফলে এ অনুপ্রবেশ হয়েছে বলে জানান তিনি।

রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: ওএসডি হলেন এনসিটিবির চেয়ারম্যান

প্রেস সচিব আরও বলেন, রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মূল কারণ সেখানে একটা সিভিল ওয়ার চলছে। রাখাইন রাজ্যের যে প্রধান বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে মায়ানমার আর্মির একটা বড় রকমের সংঘর্ষ হচ্ছে। রাজধানী ছাড়া আরাকান আর্মি ৭০/৮০ শতাংশ এলাকার বেশিরভাগই তাদের দখলে চলে গেছে।

সে কারণে একটা মানবিক বিপর্যয় তৈরি হওয়ায় নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে বলে শফিকুল আলম অভিমত ব্যক্ত করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়