নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারে ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধার অভিযানে সরকারের কোনো ব্যর্থতা নেই।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে এবং এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, নতুন আইনটি জনগণকে আরও উন্নত ও কার্যকর সেবা দেওয়ার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে। এ আইন নিয়ে কোনো বাহিনীর আপত্তি থাকলে তারা তা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললেও স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি এড়িয়ে যান।
দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ৫৫ হাজার ভলান্টিয়ারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা যেকোনো আপৎকালীন পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সঙ্গে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। he added that সরকার ভলান্টিয়ারদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রেখেছে।
আরও পড়ুন: যারা মাইনাস ফোরের কথা বলছেন, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব
অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিসের ২২ জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








