News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:০৬, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:৫১, ১৭ জানুয়ারি ২০২০

কামারুজ্জামানের রিভিউ শুনানি ৫ এপ্রিল

কামারুজ্জামানের রিভিউ শুনানি ৫ এপ্রিল

ঢাকা: মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির জন্য ৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।

আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বুধবার এ দিন ধার্য করেন।

আসামি পক্ষের অন্যতম আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের অসুস্থতার কারণ দেখিয়ে শুনানির জন্য আরো চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা।

এর আগে গত ৯ মার্চ শুনানির দিন নির্ধারিত থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ১ এপ্রিল বুধবার দিন ঠিক করে দিয়েছিলেন আদালত।

বুধবার কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়