News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:০৭, ২১ সেপ্টেম্বর ২০২৫

‘গুলশানে ফ্ল্যাটের মালিক টিউলিপ সিদ্দিক’

‘গুলশানে ফ্ল্যাটের মালিক টিউলিপ সিদ্দিক’

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিংয়ের একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। শেখ পরিবারের রাজউকের প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণে এ সংক্রান্ত নথি আদালতে দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা।

রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে ইস্টার্ন হাউজিং লিমিটেডের তিন কর্মকর্তা-  নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটর শেখ শমশের আলী ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস- এ বিষয়ে সাক্ষ্য দেন। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহানও সাক্ষ্য দেন। এ নিয়ে মামলাগুলোতে মোট ১৫ জন সাক্ষ্য প্রদান করলেন। আদালত আগামী ৬ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন।

এর আগে সাক্ষীরা জানান, টিউলিপ সিদ্দিকের প্রভাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মবহির্ভূতভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ দেন। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৩ জনের বিরুদ্ধে এসব মামলা করে।

আরও পড়ুন: ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

উল্লেখ্য, রাজউকের প্লট দুর্নীতি সংক্রান্ত তিন মামলায় শেখ রেহানা ও তার সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ কার্যক্রম পরিচালনা করেন। মামলাগুলোতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়