সিরাজগঞ্জে শিল্পী হত্যা মামলায় যাবজ্জীবন ২
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে চাঞ্চল্যকর শিল্পী হত্যা মামলার রায়ে নিহতের সাবেক স্বামীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছমাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. ইমান আলী শেখ এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো-সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাওরাইল গ্রামের জুলমাত আলীর ছেলে ও নিহত শিল্পীর সাবেক স্বামী রবিউল ইসলাম ও একই এলাকার মোন্নাফ আলীর ছেলে সাইদুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাওড়াইল গ্রামের রবিউল ইসলামের সাথে ২০০০ সালে বিয়ে হয় একই এলাকার সোলেমান হোসেনের মেয়ে শিল্পী খাতুনের। বিয়ের পর থেকেই শিল্পীর ওপর নির্যাতন শুরু হলে এক পর্যায়ে তাকে অন্যত্র বিয়ে দেয় শিল্পীর পরিবার। ২০০৯ সালের ১২ জুন নানীর বাড়ি যাবার পথে নিখোঁজ হয় সে। নিখোঁজ হওয়ার পরদিন তাড়াশ শ্মশানঘাটে তার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় রবিউল ও সাইদুলসহ ১০জনকে আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন নিহতের পিতা। মামলা তদন্তশেষে সাজাপ্রাপ্ত দুজনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে সাক্ষ্য প্রমাণ ও আসামিদের জবানবন্দির ভিত্তিতে দুজনকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








