News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩৫, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২২, ১৮ জানুয়ারি ২০২০

খালেদা জিয়াসহ কোকোর স্ত্রী-দুই মেয়েকে ১২ এপ্রিল হাজিরের নির্দেশ

খালেদা জিয়াসহ কোকোর স্ত্রী-দুই মেয়েকে ১২ এপ্রিল হাজিরের নির্দেশ

ড্যান্ডি ডায়িং ঋণখেলাপি মামলায় খালেদা জিয়াসহ কোকোর স্ত্রী-দুই মেয়েকে  আগামী ১২ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিবাদী করার পর তার ঠিকানায় আদালতের সমনও পাঠানো হয়েছে।

বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে আজ রবিবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আক্তার হ্যাপি মামলাটিতে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্থলে তার  খালেদা জিয়াসহ কোকোর স্ত্রী-দুই মেয়েকে আদালতে হাজির হতে বলেছেন।

সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের স্বাক্ষরিত সমন রবিবার খালেদা জিয়াসহ নতুন বিবাদীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছে।

আগামী ১২ এপ্রিল হাইকোর্টের আদেশ দাখিল ও ইস্যু গঠনের দিন ধার্য রয়েছে।

আজকের শুনানি অংশ নেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হোসনে আরা বেগম ও বিবাদীপক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ।

আইনজীবী জাহাঙ্গীর হোসেন আবেদনে বলেন, কোকো এ মামলার বিবাদী। তিনি মারা যাওয়ায় খেলাপি ঋণ দেওয়ানী কর্মবিধি আইনের ২২নং আদেশ অনুযায়ী তার সম্পদের ওয়ারিশরা আসামি হবেন। আর তার ওয়ারিশ হিসেবে মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া ও জাহিয়াকে বিবাদীভুক্ত করার আবেদন জানানো হয়েছে।

খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এ মামলায় আগে থেকেই বিবাদী হওয়ায় তাকে নতুন করে বিবাদী করার আবেদন জানানো হয়নি। ২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম মামলাটি করেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়