News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৯:২০, ১১ সেপ্টেম্বর ২০২৫

পান্থকুঞ্জ উন্মুক্ত, এক্সপ্রেসওয়ে নির্মাণ স্থগিত

পান্থকুঞ্জ উন্মুক্ত, এক্সপ্রেসওয়ে নির্মাণ স্থগিত

ফাইল ছবি

রাজধানীর প্রাণকেন্দ্র বাংলামোটর, কারওয়ান বাজার ও সোনারগাঁও হোটেল সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই নির্দেশনা দেওয়া হয়।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দিয়েছেন। 

এই রিটটি দাখিল করেন পরিবেশকর্মী আমিরুল রাজিব, অধ্যাপক আনু মোহাম্মদ, অধ্যাপক গীতিআরা নাসরিনসহ মোট ৯ জন নাগরিক। তারা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। 

আরও পড়ুন: প্রধান বিচারপতিও ‘আদালত অবমাননার’ ঊর্ধ্বে নন: এটর্নি জেনারেল

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

রিটকারীরা জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের হাতিরঝিল অংশ থেকে পান্থকুঞ্জ পার্কে একটি র‌্যাম্প নামানোর অবকাঠামোগত কাজ চলছিল। এই নির্মাণকাজের ফলে পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল এই নির্মাণ বাতিলের দাবিতে।

আদালত তার আদেশে স্পষ্টভাবে বলেন, পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এই অংশে বন্ধ রাখতে হবে। পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে হবে।

এই আদেশকে “জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিজয়” হিসেবে দেখছেন পরিবেশকর্মীরা। 

তারা মনে করেন, নগরায়ণের নামে সবুজ এলাকা ধ্বংস করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নগরবাসীর দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়