২২ জনকে চাকরি দেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন

ছবি: ইমেজ বাজার
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)। ১৫টি পদে ২২ জনকে নিয়োগ দেবে সরকারি এ প্রতিষ্ঠানটি । আগ্রহীরা আগামী ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: এইচএসসি পাসে ২০ জনকে চাকরি দেবে জেন্টল পার্ক
কর্মস্থল: ঢাকা
বয়স: ৩১ আগস্ট ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে পারবেন।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ৫০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদন শুরু: ৩১ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি