দক্ষ কর্মীদের এইচ-ওয়ান বি ভিসা ফি বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী হিসেবে যাওয়ার জন্য এইচ-ওয়ান বি ভিসার ফি ১ হাজার ৫০০ ডলার থেকে এক লাখ ডলারে বৃদ্ধি করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই ভিসা কর্মসূচির আওতায় বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল এবং ব্যবসায় প্রশাসনে দক্ষ বিদেশি কর্মীদের অস্থায়ীভাবে মার্কিন কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়। প্রতি বছর প্রায় ৮৫ হাজার বিদেশি কর্মী এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসে। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগল প্রভৃতি কোম্পানি এ থেকে সবচেয়ে বেশি সুবিধা পায়।
নতুন ফি প্রক্রিয়ার বিষয়ে সমালোচকরা মনে করছেন, এটি অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণের অংশ। বিশেষত ভারতীয়দের জন্য উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এই ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদনকারীরা ভারত থেকে আসেন।
আরও পড়ুন: নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রকাশ্যে, বিস্ফোরক দাবি
এছাড়া, কিছু নির্দিষ্ট খাতের অভিবাসীদের জন্য ‘গোল্ড কার্ড’ পদ্ধতি চালু করা হয়েছে, যেখানে এক মিলিয়ন পাউন্ড বা তার বেশি ফি প্রদানের বিনিময়ে দ্রুত ভিসা দেওয়া হবে। সূত্র: বিবিসি, রয়টার্স
নিউজবাংলাদেশ.কম/এসবি








