News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৭, ২০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:২৭, ২০ সেপ্টেম্বর ২০২৫

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রকাশ্যে, বিস্ফোরক দাবি

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রকাশ্যে, বিস্ফোরক দাবি

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ছবি: সংগৃহীত

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের পতনের ১০ দিন পর প্রকাশ্যে এসেছেন। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংবিধান দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, চলতি মাসের শুরুর বিক্ষোভে পুলিশের নয়, বরং ‘অনুপ্রবেশকারীরা’ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে বিক্ষোভকারীদের হত্যা করেছে। তার কথায়, নেপালি পুলিশের কাছে এমন অস্ত্র ছিল না।

নেপালে চলতি মাসের শুরুতে নজিরবিহীন দুর্নীতি, অনিয়ম ও বেকারত্বের প্রতিবাদে জোরালো হয় জেন-জি বিক্ষোভ। বিক্ষোভ দমনে সরকার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। ৮ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা রাজপথে নামলে গুলি চালানো হয়; এতে ১৯ জন নিহত হন এবং আরও কয়েকশ আহত হন।

বিক্ষোভের জেরে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ওলি। দেশজুড়ে সহিংসতার মধ্যেই তিনি এবং অন্যান্য মন্ত্রীদের গোপন আশ্রয়ে সরায় নেপালি সেনাবাহিনী। সেনার নিরাপত্তায় ৯ দিন কাটানোর পর ওলি এক ব্যক্তিগত স্থানে চলে যান।

আরও পড়ুন: মেক্সিকো সিটিতে ট্যাংকার বিস্ফোরণে নিহত ২৫

ওলি আরও বলেন, “অনুপ্রবেশকারী ষড়যন্ত্রকারীরা আন্দোলনকে সহিংস করে তুলেছিল এবং আমাদের যুবকদের হত্যা করা হয়েছে। পদত্যাগের পর সরকারি ভবনগুলো পোড়ানো হয়েছে, যা ইঙ্গিত দেয় বাইরের শক্তি বিক্ষোভে অনুপ্রবেশ করেছে। এটা অবশ্যই তদন্তের বিষয়।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়