News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৩ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৩ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নতুন করে অন্তত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। 

সোমবার (১৫ সেপ্টেম্বর)  আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নিহতদের মধ্যে ৩৫ জন গাজা সিটির বাসিন্দা। হামলায় শহরের ১৬টি ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল ও জনগণকে উৎখাতের লক্ষ্যে এই অভিযান চালাচ্ছে ইসরায়েল।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, শুধু গত চার দিনেই গাজা সিটিতে সংস্থাটির ১০টি ভবনে হামলা হয়েছে। এর মধ্যে সাতটি স্কুল ও দুটি ক্লিনিক ছিল, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।

আরও পড়ুন: নেপালে বিক্ষোভে নিহত বেড়ে ৭২

উল্লেখ্য, চলমান যুদ্ধে এ পর্যন্ত গাজায় অন্তত ৬৪ হাজার ৮৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৬৪ হাজার ৬১০ জন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়