নেপালে বিক্ষোভে নিহত বেড়ে ৭২

ছবি: সংগৃহীত
নেপালে চলমান বিক্ষোভে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, বিভিন্ন সরকারি দফতর, বাসভবন ও স্থাপনার ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনগণ সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট ভবন এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে আগুন দেয়। সংঘর্ষ থামার পর সেসব স্থান থেকেই একে একে মরদেহ বেরিয়ে আসছে।
আরও পড়ুন: বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি
এর আগে প্রশাসন ৫২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছিল। সহিংসতায় আহত হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ।
নিউজবাংলাদেশ.কম/এসবি