News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কুয়েতে বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কুয়েতে বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত

কুয়েতে হত্যা ও মাদক পাচারের অভিযোগে দণ্ডপ্রাপ্ত সাতজন আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সঙ্গে আত্মীয়দের ক্ষমা ও পারিবারিক প্যারডনের ভিত্তিতে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে।

আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে আদালতের সমস্ত আইনানুগ প্রক্রিয়া—ট্রায়াল, পর্যায়ক্রমিক রিভিউ ও আপিল শেষ হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, খুনের অভিযোগে তিনজন কুয়েতি নাগরিক ও দুই এশীয় নাগরিক দোষী সাব্যস্ত হন। এছাড়া আরও দুই বিদেশি ব্যক্তি মাদক পাচারের অপরাধে দণ্ডিত হয়ে ফাঁসির দণ্ড পান। কুয়েত কর্তৃপক্ষ আসামিদের নাম প্রকাশ না করলেও তাদের জাতীয়তা জানায়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েতি, ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন।

আরও পড়ুন: কঙ্গোতে দুটি নৌকাডুবিতে অন্তত ১৯৩ জনের মৃত্যু

একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে ব্লাড মানি (প্রাণদণ্ড এড়াতে আর্থিক ক্ষতিপূরণ) হিসেবে প্রায় ২ মিলিয়ন কুয়েতি দিনার সংগ্রহের চেষ্টা চলছিল। তবে নির্ধারিত সময়ে অর্থ জোগাড় করতে না পারায় সেই মামলার আসামির মৃত্যুদণ্ডও কার্যকর হয়। 

অপরদিকে, যিনি পারিবারিক ক্ষমা ও প্যারডন পেয়েছেন, তার পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়