News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৫

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে নিহত ৫১

নেপালে দুর্নীতিবিরোধী বিক্ষোভে নিহত ৫১

ছবি: সংগৃহীত

চলমান দুর্নীতিবিরোধী ও রাজনৈতিক বিক্ষোভে নেপালে এই সপ্তাহে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। 

পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২১ জন বিক্ষোভকারী, ৩ জন পুলিশ সদস্য, ৯ জন কারাবন্দি ও একজন ভারতীয় নারী রয়েছেন। এছাড়া ১৮ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমি জানিয়েছেন, সহিংসতার সময় দেশজুড়ে একাধিক কারাগার থেকে পালানো প্রায় ১৩,৫০০ কয়েদির মধ্যে ১২,৫৩৩ জন এখনও পলাতক। নিহতদের মধ্যে কয়েকজন জেল পালানোর সময় বা পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বেশিরভাগ পলাতক কয়েদিকে আটক করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৫২টি হাসপাতালে ২৮৪ জন আহত চিকিৎসাধীন। শুরু থেকে এখন পর্যন্ত ১,৭৭১ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে হাসপাতালে আহতদের সংখ্যা ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন: হেলিকপ্টারের রশি আঁকড়ে প্রাণ বাঁচালেন নেপালের মন্ত্রীরা

বিক্ষোভ শুরু হয় সোমবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, দুর্নীতি ও দুর্বল শাসন ব্যবস্থার বিরুদ্ধে। মঙ্গলবার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়; ক্ষুব্ধ জনতা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়। এরপর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। সেনাবাহিনী রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ১০০টির বেশি লুট হওয়া বন্দুক উদ্ধার করে।

নিরাপত্তা বাহিনী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মোতায়েন, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ও সংসদ ভবনে সেনা পাহারা রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়েছে। তবে একাধিক স্থানে গুলিবর্ষণ ও গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। কারাগারগুলোতেও ভাঙচুর হয়েছে।

রাষ্ট্রপতি, বিক্ষোভকারীদের প্রতিনিধি, অন্তর্বর্তী প্রশাসনের সম্ভাব্য নেতৃত্ব এবং সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে। 

সরকারের মতে, পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজন সংলাপ, রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের আস্থা পুনর্গঠন। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়