News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫

বাগরাম ইস্যুতে ওয়াশিংটন-কাবুলের নতুন উত্তেজনা

বাগরাম ইস্যুতে ওয়াশিংটন-কাবুলের নতুন উত্তেজনা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে অবস্থিত বাগরাম সামরিক ঘাঁটি ফেরত চাওয়ার দাবি তুলেছেন। তবে আফগান তালেবান সরকার তার এ দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। আমরা এটি ফেরত চাই, এবং খুব তাড়াতাড়ি চাই। তারা যদি না দেয়, তাহলে কী করব সেটা তারা ভালোভাবেই জানে। 

এর আগে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেও তিনি প্রথমবার আনুষ্ঠানিকভাবে ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছেন বলে ঘোষণা দেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) আবারও হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, এটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র। তাই এটি যুক্তরাষ্ট্রের হাতেই তুলে দিতে হবে। আফগানিস্তান যদি না দেয়, তবে খারাপ কিছু ঘটবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এও তিনি একই সতর্কবার্তা প্রকাশ করেন।

আরও পড়ুন: দক্ষ কর্মীদের এইচ-ওয়ান বি ভিসা ফি বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

তালেবান প্রশাসন জানায়, আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহুদ্দিন ফিতরাত স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে এই ঘাঁটি ফেরত নিতে চায়। তবে আফগানিস্তানের এক ইঞ্চি মাটির বিনিময়েও কোনো চুক্তি সম্ভব নয়। আমরা এমন কোনো চুক্তি চাই না।

রবিবার প্রকাশিত তালেবান সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তি মেনে চলতে হবে এবং বলপ্রয়োগ না করার অঙ্গীকারে অটল থাকতে হবে। পূর্বের ব্যর্থ নীতি পুনরাবৃত্তির বদলে বাস্তববাদী ও যুক্তিনির্ভর নীতি গ্রহণই হবে সময়োপযোগী, বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাগরাম ছিল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও কৌশলগত সামরিক ঘাঁটি। ২০০১ সালে সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর এখান থেকেই তালেবান সরকার উৎখাত করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ দুই দশকের যুদ্ধ শেষে ২০২০ সালে তালেবানের সঙ্গে তৎকালীন ট্রাম্প প্রশাসন চুক্তি করে।

পরবর্তীতে ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী হঠাৎ ও বিশৃঙ্খলভাবে আফগানিস্তান ত্যাগ করে। ওই বছরের জুলাইয়ে কাবুলের দিকে তালেবান যোদ্ধারা অগ্রসর হলে মার্কিন সেনারা বাগরাম ঘাঁটি ছেড়ে পালিয়ে যায়। এর কিছুদিন পরেই আফগান নিরাপত্তাবাহিনী ভেঙে পড়ে এবং তালেবান পুনরায় ক্ষমতায় আসে। তখন থেকেই ঘাঁটিটির নিয়ন্ত্রণ তালেবানের হাতে।

চীনের নিকটবর্তী হওয়ায় বাগরাম ঘাঁটি হারানোর বিষয়টি নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। গত সপ্তাহে তিনি একাধিকবার ইঙ্গিত দেন যে যুক্তরাষ্ট্র আবারও এই ঘাঁটির নিয়ন্ত্রণ চাইছে। তবে আফগান পক্ষ জানিয়ে দিয়েছে, কোনো পরিস্থিতিতেই এটি ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়