News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ১২ সেপ্টেম্বর ২০২৫

ভারতের সিকিমে ভূমিধসে ৪ জনের মৃত্যু

ভারতের সিকিমে ভূমিধসে ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙে ভয়াবহ পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছেন কি না তা দেখতে উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী ও সিকিম সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গেজিংয়ের পুলিশ সুপার শেরিং সেরপা জানিয়েছেন, ধসের পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। কয়েকজন এখনও নিখোঁজ।

স্থানীয়রা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বর্ষার শুরু থেকেই উত্তর ও পশ্চিম ভারতে বন্যা ও পাহাড়ধস চলছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও জম্মু-কাশ্মীরের পরিস্থিতি শোচনীয়। পরিবেশ ধ্বংসের কারণে এ দুর্যোগ ঘটছে বলে মন্তব্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট। ইতোমধ্যে সতর্কবার্তা ও নোটিশ পাঠানো হয়েছে কয়েকটি রাজ্যে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬৪ হাজার ৭০০ ছাড়াল

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতে বৃষ্টি আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়