News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৯, ৫ আগস্ট ২০১৮
আপডেট: ০২:০৪, ৯ জানুয়ারি ২০২০

থ্রিজি-ফোরজি সেবায় বিভ্রাট কারিগরি ত্রুটির কারণে: বিটিআরসি

থ্রিজি-ফোরজি সেবায় বিভ্রাট কারিগরি ত্রুটির কারণে: বিটিআরসি

কারিগরি ত্রুটির কারণে সারা দেশে থ্রিজি-ফোরজি মোবাইল ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কারিগরি ত্রুটির কারণে সারা দেশে মোবাইল ইন্টারনেটে সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকদের এ সমস্যা সমাধান করতে কাজ করছে।”

গত শনিবার সন্ধ্যার পর থেকে মোবাইল ইন্টারনেটে বিভ্রাট দেখা যায়। এরপর থেকে গ্রাহকরা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তবে সচল আছে ব্রডব্যান্ড কানেকশন।

মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় মোবাইল অ্যাপসভিত্তিক সেবাগুলো ব্যবহার করতে পারছেন না মানুষ।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়