সনি আনছে ‘সিম ফ্রি’ ফোন
মোবাইল ফোনের বাজারে স্যামসাংসহ অপরাপর প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে ইলেক্ট্রনিকস জায়ান্ট সনি নিয়ে আসছে নয়া চমক। তারা এবার আনছে ‘সিম ফ্রি’ ফোন। অর্থাৎ ওই ফোনে সিমকার্ডের প্রয়োজন পড়বে না। সিমের ঝামেলামুক্ত সনির এ ধরনের প্রথম মডেলটি হচ্ছে এক্সপেরিয়া জে১ কম্প্যাক্ট (ডি৫৭৮৮)।
এই ফোন ব্যবহারকারীরা তাদের ইচ্ছামাফিক নেটওয়ার্ক বাছাই করে নিতে পারবেন ফোন থেকেই। এরইমধ্যে এই ফোন নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। তবে ফোনটি প্রথম জাপানের বাজারে আসছে আগামী ২০ এপ্রিল। তবে ২৭ মার্চ থেকেই অগ্রিম অর্ডার বুকিং করা যাবে। এর দাম পড়বে বাংলাদেশি টাকায় ৩৭হাজার ৪ শ টাকার মতো।
সনি এ উপলক্ষ্যে এক বিবৃতিতে জানিয়েছে, এটি সনির প্রথম এলটিই কমিউনিকেশন ডিভাইস হতে যাচ্ছে। এটা মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সাপোর্ট করবে।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








