News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৭, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২২, ১৮ জানুয়ারি ২০২০

ফেসবুকের নতুন ‘ফোন’ অ্যাপ

ফেসবুকের নতুন ‘ফোন’ অ্যাপ

ডায়ালার ও কলার আইডিযুক্ত ‘ফোন’ নামের একটি অ্যাপ নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এই অ্যাপের সুফল উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।  এর মাধ্যমে কলকারীর তথ্য জানা যাবে এবং এতে কল বন্ধ করার স্বয়ংক্রিয় ফিচারও থাকবে।

প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ‘অ্যান্ড্রয়েড পুলিশ’ এক প্রতিবেদনে জানায়, ইতোমধ্যেই কয়েকজন ব্যবহারকারী এই নতুন ‘ফোন’ অ্যাপ ব্যবহার করার জন্য নোটিফিকেশন পেয়েছেন। অ্যান্ড্রয়েড ফোনের ডায়ালার অ্যাপের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা যাবে।

এই অ্যাপটি ট্রুকলার অ্যাপের প্রতিদ্বন্দ্বী হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

বর্তমানে ৭৪ কোটি ৫০ লাখ মানুষ দৈনিক মোবাইল ফোন থেকে ফেসবুক ব্যবহার করছেন।

নিউজবাংলাদেম.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়