News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৩, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ১১:২৪, ৭ ফেব্রুয়ারি ২০২০

আইনস্টাইনের জন্মদিন ও পাই দিবস উদযাপন

আইনস্টাইনের জন্মদিন ও পাই দিবস উদযাপন

ঢাকা: বিশ্ব ‘পাই দিবস’ ও আইনস্টাইনের জন্মদিন পালন করেছে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ.এফ. মজিবর রহমান গণিত ভবনে ‘পাই’ এর মানের সাথে মিল রেখে ১৪ মার্চ সকাল ৯টা ২৬ মিনিট ৫৩ সেকেন্ডে কেক কেটে অনুষ্ঠানটির সূচনা করেন ক্লাবের মডারেটর সহযোগি অধ্যাপক লাফিফা জামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সায়েন্স সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ।

পরে বাংলাদেশ গণিত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহম্মদ শামিম ‘পাই’ নিয়ে বক্তব্য প্রদান করেন। ‘পাই’র মতো একটি বিষয় নিয়ে তার বক্তব্য ছিল স্বতম্ফূর্ত।

আইনস্টাইনের জন্মদিন উপলক্ষে স্মারক বক্তব্য রাখেন বিজ্ঞান বক্তা আসিফ। তিনি তার বক্তব্যে বলেন, যে আইনস্টাইনের বিজ্ঞানের প্রতি ভালোবাসা আমাদের সকলের জন্য একটি পাথেয়।

তিনি আইনস্টাইনের একটি উদ্ধৃতি টেনে বলেন, “কর্তব্যপরায়ণতা নয়, ভালোবাসাই সবচেয়ে বড় শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানের কাজ নয় মানুষকে জ্ঞানি করে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ হচ্ছে এমন সব গুণাবলীর বিকাশ ঘটানো যাতে সমাজের সাথে মিলেমিশে সুষ্ঠভাবে বসবাস করা যায়, কল্যাণকর অবদান রাখা যায়।”

সে সময় আইনস্টাইনের উপরে একটি প্রেজেন্টেশনও দেখানো হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় তিনশত বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন সায়েন্স সোসাইটির আহ্বায়ক সোবহানী সৌরভ। সোসাইটির সাধারণ নিশাত তাসনিম রাফা বলেন, “বিজ্ঞানের চেতনাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে একটি সাদা কাগজে চলে স্বাক্ষর অভিযান। অনুষ্ঠান শেষে সে পৃষ্ঠাটিতে একটি বৃত্ত এঁকে ‘পাই’ এর মান নির্ণয় করে দেখানো হয়।

এছাড়াও পুরো অনুষ্ঠানজুড়ে ‘পাই’ বিষয়ে দর্শকদের জন্য ছিল বিভিন্ন মজার মজার প্রেজেন্টেশন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়