News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১২:০৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাজ্যে বিজ্ঞাপনমুক্ত ফেসবুক-ইনস্টাগ্রাম আনছে মেটা

যুক্তরাজ্যে বিজ্ঞাপনমুক্ত ফেসবুক-ইনস্টাগ্রাম আনছে মেটা

ছবি: সংগৃহীত

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন চাইলে বিজ্ঞাপন ছাড়াই প্ল্যাটফর্ম দুটি ব্যবহার করতে পারবেন। তবে এটি ফ্রিতে নয়, বরং প্রতি মাসে নির্দিষ্ট ফি দিতে হবে। যুক্তরাজ্যে এই সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে মেটা, ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা শিগগিরই যুক্তরাজ্যে বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন সেবা চালু করতে যাচ্ছে। নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা মাসিক ফি দিয়ে বিজ্ঞাপন ছাড়া সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবেন। আগের মতো বিনামূল্যে ব্যবহার চালিয়ে গেলে তাদের ওপর লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানো হবে।

সাবস্ক্রিপশন ফি ওয়েবে মাসে ২.৯৯ পাউন্ড (প্রায় ৪৮৬ টাকা) এবং আইওএস ও অ্যান্ড্রয়েডে মাসে ৩.৯৯ পাউন্ড (প্রায় ৬৪৯ টাকা) নির্ধারণ করা হয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নে চালু হওয়া অনুরূপ সেবার সম্প্রসারণ।

যুক্তরাজ্যের ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ সম্প্রতি ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহারের পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এর পরিপ্রেক্ষিতে মেটা জানিয়েছে, বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন ব্যবহারকারীরা তাদের অনলাইন অভিজ্ঞতার উপর বেশি নিয়ন্ত্রণ পাবেন এবং তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার হবে না।

আরও পড়ুন: বিটিসিএলের ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা আসছে

গত বছর মেটার মোট আয়ের প্রায় ৯৮ শতাংশ এসেছে বিজ্ঞাপন থেকে। তাই গোপনীয়তা নীতি ও বিজ্ঞাপন আয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন কোম্পানির মূল কৌশল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়