News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৬, ১১ সেপ্টেম্বর ২০২৫

চার স্থানীয় গেটওয়ে দিয়ে গ্রাহক সেবা শুরু স্টারলিংকের

চার স্থানীয় গেটওয়ে দিয়ে গ্রাহক সেবা শুরু স্টারলিংকের

ছবি: ইন্টারনেট

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইলন মাস্কের বিশ্বখ্যাত স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংককে তিন মাসের জন্য ছাড় দিয়েছিল। এর ফলে স্থানীয় গেটওয়ে ছাড়াই তারা সেবা দিয়ে আসছিল। নিয়ন্ত্রক সংস্থার গাইডলাইন অনুযায়ী স্থানীয় গেটওয়ের মাধ্যমে সেবা দেওয়া বাধ্যতামূলক।

বিটিআরসির এ বাধ্যবাধকতা মেনে কালিয়াকৈর হাই-টেক পার্কে দুটি এবং যশোর ও রাজশাহীতে আরও দুটি গেটওয়ে স্থাপনের কাজ শেষ করেছে স্টারলিংক।

এর মধ্যে কালিয়াকৈর গেটওয়ে গত ৯ আগস্ট এবং যশোর ও রাজশাহী গেটওয়ে ২০ আগস্ট চালু হয়।

চলতি বছরের ২৯ এপ্রিল স্টারলিংককে লাইসেন্স দেওয়া হয়। পরবর্তীতে ৮ মে তারা কার্যক্রম শুরু করে। পরীক্ষামূলক কার্যক্রমের মেয়াদ গত ৭ আগস্ট শেষ হয়েছে।

গত ১০ আগস্ট স্টারলিংক তাদের চারটি স্থানীয় গেটওয়ে স্থাপনের কথা নিশ্চিত করে। এরপর গত ১৩ আগস্ট ও ১৬ আগস্ট বিটিআরসির টিম এসব অবকাঠামো পরিদর্শন করে।

বিটিআরসির পরিদর্শক দল দেখেছে যে, কালিয়াকৈর হাইটেক পার্কে বড় আকারের অ্যান্টেনা কাঠামোসহ প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেছে স্টারলিংক। এই গেটওয়ের অবকাঠামোগত সহায়তা ও পরিচালনার দায়িত্বে রয়েছে স্থানীয় টায়ার থ্রি সার্টিফায়েড ডেটা সেন্টার ফেলিসিটি আইডিসি লিমিটেড (এফআইডিসি)।
 

এফআইডিসি যশোরের গেটওয়েটিও পরিচালনা করছে। এখানে একাধিক অ্যান্টেনাসহ গেটওয়ে নির্মাণ করেছে স্টারলিংক।

বন্ডস্টেইন টেকনোলজিস রাজশাহীর গেটওয়ে পরিচালনা করছে। আর এখান উচ্চ ক্ষমতাসম্পন্ন ফাইবার লিংকের মাধ্যমে সাইটটিকে কালিয়াকৈরের সাথে যুক্ত করেছে সামিট কমিউনিকেশন্স। আর কালিয়াকৈর ও যশোরের গেটওয়ের জন্য অতিরিক্ত বৃহৎ পরিসরের সংযোগ সরবরাহ করছে ফাইবার অ্যাট হোম।

দেশে স্টারলিংকের রিসেলার হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও রবি আজিয়াটা। এই দুটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুযায়ী রবি লোকাল প্রায়োরিটি ও গ্লোবার প্রায়োরিটি মার্কেটিং করবে।

রবি তাদের এন্টারপ্রাইজ চ্যানেল, রিটেইল আউটলেট ও কমিউনিটি ওয়াইফাই মডেলের মাধ্যমে স্টারলিংকের সেবাগুলো গ্রাম ও সুবিধাবঞ্চিত এলাকায় পৌঁছে দিতে কাজ করবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়