কিস্তিতে কেনা যাবে ফুজিৎসু ল্যাপটপ
ঢাকা: দেশের শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স এবার ছয় মাসের সুদমুক্ত কিস্তিতে জাপানি ফুজিৎসু ল্যাপটপ কেনার সুবিধা দিচ্ছে।
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই বিশেষ কিস্তি সুবিধা উপভোগ করা যাবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সর্বনিম্ন ৭ হাজার ৬৬৭ টাকা মাসিক কিস্তিতে কেনা যাবে ফুজিৎসু এএইচ৫৪৪ লাইফবুক। এছাড়াও এর আওতায় রয়েছে ফুজিৎসু ই, ইউএইচ এবং এস সিরিজের নানা রকমের ল্যাপটপ। কিস্তি সুবিধায় এসসিবি, অ্যামেক্স, ব্র্যাক, ইবিএল, ডাচ-বাংলা ও ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে।
এ বিষয়ে বিস্তারিত জানা যাবে- কম্পিউটার সোর্সের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেইসবুক ফ্যান পেজে। আরও জানতে ফোন করা যাবে ০১৭৩০-৩৪১৫১৫ নম্বরে।
নিউজবাংলাদেশ/এমএম
নিউজবাংলাদেশ.কম








