News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় ৩ দিনব্যাপী নিরাপত্তা প্রযুক্তি এক্সপো

ঢাকায় ৩ দিনব্যাপী নিরাপত্তা প্রযুক্তি এক্সপো

ছবি: সংগৃহীত

ঢাকায় শুরু হতে যাচ্ছে প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক নিরাপত্তা ও সুরক্ষা পণ্যের বৃহৎ প্রদর্শনী ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো ২০২৫’। দেশীয় প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তাদের সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ার লক্ষ্যে আয়োজিত এই এক্সপো আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে।

প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিন দিনব্যাপী এই আয়োজন চলবে আগামী শনিবার পর্যন্ত।

প্রথমবারের মতো আয়োজিত এই এক্সপো যৌথভাবে আয়োজন করছে আই-স্টেশন লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং দুবাইভিত্তিক প্রযুক্তি কোম্পানি জিপিই এক্সপো। 

আয়োজকদের মতে, প্রদর্শনীর মাধ্যমে দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তির আদান-প্রদানের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার এক অনন্য সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন: সৌর ব্যতিচারে বাংলাদেশ স্যাটেলাইট-১ সম্প্রচারে বিঘ্ন

প্রদর্শনীর উদ্বোধনের পর অনুষ্ঠিত হবে বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন, যেখানে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দেশের তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। এতে ব্যাংকিং, করপোরেট, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের অংশগ্রহণকারীরা যুক্ত হবেন।

এক্সপোর অংশ হিসেবে থাকছে ‘ইন্টারন্যাশনাল অকুপেশনাল সেফটি, হেলথ ও ফায়ার এক্সপো (আইওএসএইচএফই)’। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ উদ্ভাবিত প্রযুক্তি পণ্য প্রদর্শন করবে। 

প্রদর্শিত পণ্যের মধ্যে থাকবে কর্মস্থলের অগ্নি নির্বাপক প্রযুক্তি, স্মার্ট মনিটরিং সিস্টেম, স্বাস্থ্য ও অগ্নি নিরাপত্তা প্রযুক্তি, সাইবার নিরাপত্তা সল্যুশন, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), নিরাপত্তা ক্যামেরা ও অন্যান্য সরঞ্জামাদি।

বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা চাহিদার সঙ্গে আন্তর্জাতিক উদ্ভাবন ও সমাধানকে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এটি। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে একসঙ্গে কাজ করার সুযোগ খুঁজবে।

আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধু সুদন সাহা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। তাই ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়