দাবির মুখে সংশোধন হচ্ছে টেলিকম নীতিমালা-২০২৫
ফাইল ছবি
ইন্টারনেট সেবাদাতা সংস্থা- আইএসপিএবি ও টেলিকম খাতসহ সংশ্লিষ্টদের দাবির মুখে সদ্য পাস হওয়া টেলিকম পলিসি -২০২৫ (নীতিমালা) পূণর্মূল্যায়ন হচ্ছে বলে জানা গেছে। তবে, কবে এবং কিভাবে এই সংশোধন করা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে গত ১৪ সেপ্টেম্বর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম অ্যাড টেকনোলজিস রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত মত বিনিময় সভায় নতুন টেলিকম পলিসিতে দেশীয় উদ্যোক্তাদের কোনো অস্তিত্ব থাকবে না বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অভিযোগ করলে বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার।
এর আগে ফিক্সড টেলিকম লাইসেন্স নীতিমালায় মাঝারি ও ক্ষুদ্র ইন্টারনেট ব্যবসায়ীদের জন্য ব্যবসায় লেভেল প্লেয়িং অবস্থান (সমতা) তৈরিতে ১৪ সেপ্টেম্বর বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে বৈঠক করেন আইএসপিএবি’র নেতারা।
নতুন কাঠামোতে বাতিল হতে যাওয়া ব্যবসায়ীরা তাদের সঙ্গে কোনো আলাপ না করেই নতুন পলিসি করা হয়েছে বলে অভিযোগ করেন। পরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে এ বিষয়ে আগামী ১৭ সেপ্টেম্বর সভার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা চেয়ে আইএসপিএবির ৭ দফা দাবি
এরই ধারাবাহিকতায় আইএসপি খাতের ব্যবসায়ীরা সদ্য পাশ হওয়া নীতিমালার যে ছয়টি ধারায় আপত্তি তুলে ধরেছেন তা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এই খাতে যৌক্তিক দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন। তিনি আমাকে মৌখিকভাবে আশ্বস্ত করেছেন যে, অতি দ্রুত এই সংশোধনী নিয়ে আসবেন। এবং সেই আলোকে আশা করা যায়, আমাদের যে দাবিগুলো ছিল ওগুলো যদি অ্যামেন্ডমেন্ট আকারে (সংশোধনী আকারে) আসে, তাহলে আইএসপি ইন্ডাস্ট্রিতে একটা সুস্থ পরিবেশ বিরাজ করবে।”
নীতিমালা সংশোধনে আইএসপি খাতের পক্ষ থেকে শিগগিরই একটি চিঠি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বরাবর পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনডি








