News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৫, ২৫ আগস্ট ২০২৫

মেরিল্যান্ডে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত

মেরিল্যান্ডে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে প্রথমবারের মতো মানুষের শরীরে শনাক্ত হয়েছে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রু ওয়ার্ম’ (New World screwworm), যা একটি বিরল ও মাংসখেকো পরজীবী মাছি। 

রবিবার (২৪ আগস্ট) এই বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর। 

আক্রান্ত ব্যক্তি সম্প্রতি মধ্য আমেরিকার এল সালভাদর থেকে দেশে ফিরেছিলেন।

স্ক্রু ওয়ার্ম কী?

স্ক্রু ওয়ার্ম এক ধরনের পরজীবী মাছি, যাদের স্ত্রী মাছি উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম থেকে ফোটা শত শত লার্ভা ধারালো মুখ দিয়ে জীবন্ত মাংস খেতে থাকে। চিকিৎসা না হলে প্রাণী বা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই পরজীবী মাছির আক্রমণ সাধারণত গবাদিপশুদের ক্ষতি করে থাকে, তবে মানুষের ক্ষেত্রেও বিরলভাবে সংক্রমণ ঘটতে পারে।

যুক্তরাষ্ট্রে প্রথম মানব সংক্রমণ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি প্রথমবারের মতো মানুষের শরীরে স্ক্রু ওয়ার্ম শনাক্ত হলো। রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (CDC) ৪ আগস্ট এই সংক্রমণটি নিশ্চিত করে। তবে, খাতভিত্তিক কিছু সূত্রের দাবি, রোগী নাকি গুয়াতেমালা থেকে এসেছিলেন। সরকারি দপ্তর এ নিয়ে সরাসরি মন্তব্য করেনি।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৪১২

জনস্বাস্থ্য ঝুঁকি ও অর্থনৈতিক প্রভাব

জনস্বাস্থ্য দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রে মানুষের জন্য ঝুঁকি খুবই কম। এ বছর দেশটিতে প্রাণীদের শরীরে এমন কোনো সংক্রমণও ধরা পড়েনি। তবে খবরটি ছড়িয়ে পড়ায় গবাদিপশু খামারি ও গরুর মাংস ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ স্ক্রু ওয়ার্ম একবার গবাদিপশুর পাল আক্রমণ করলে ব্যাপক ক্ষতি হয়। কৃষি দপ্তরের হিসাবে, শুধু টেক্সাসেই নতুন করে প্রাদুর্ভাব দেখা দিলে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।

প্রতিরোধমূলক পদক্ষেপ

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স টেক্সাস সফরে গিয়ে নতুন একটি জীবাণুমুক্ত মাছি উৎপাদন কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এটি মূলত স্ক্রু ওয়ার্ম দমনের জন্য ব্যবহৃত হবে। ষাটের দশকে এভাবেই বিপুল সংখ্যক জীবাণুমুক্ত পুরুষ মাছি ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্র থেকে স্ক্রু ওয়ার্ম নির্মূল করা হয়েছিল।

এখন আবার মধ্য আমেরিকা হয়ে উত্তর দিকে ছড়িয়ে আসছে এই মারাত্মক পরজীবী। সম্প্রতি মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশেও নতুন একটি সংক্রমণ ধরা পড়েছে।

সব মিলিয়ে, যদিও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তুলনামূলক কম, তবু যুক্তরাষ্ট্রের গরু ও গবাদিপশুর বাজারে এ ঘটনা নতুন আতঙ্ক তৈরি করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়