News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮, ৩০ আগস্ট ২০২৫

আসছে ‘বাহুবলী: দ্য এপিক’, দৈর্ঘ্যে ৫ ঘণ্টা ২৭ মিনিট

আসছে ‘বাহুবলী: দ্য এপিক’, দৈর্ঘ্যে ৫ ঘণ্টা ২৭ মিনিট

ছবি: সংগৃহীত

ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলফলক সৃষ্টি করা ‘বাহুবলী’ এবার ফিরছে নতুন কিস্তি নিয়ে। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন ‘বাহুবলী: দ্য এপিক’-এর প্রথম ঝলক।

মঙ্গলবার (২৬ আগস্ট) প্রকাশিত অফিসিয়াল ফার্স্ট লুকে আবারও ধরা দিয়েছে মাহিষ্মতী সাম্রাজ্যের গৌরব, মহাকাব্যিক যুদ্ধ ও রাজকীয় আবহ। বহু বছর পর প্রভাসকে বাহুবলীর রূপে ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা। প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে উন্মাদনা।

‘বাহুবলী: দ্য এপিক’ শুধু নামেই নয়, নির্মাণেও থাকছে অভিনবত্ব। এই কিস্তির দৈর্ঘ্য হতে যাচ্ছে ৫ ঘণ্টা ২৭ মিনিট, যা ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মূলধারার সিনেমা। এটি কোনো এক্সটেন্ডেড কাট নয়; বরং ধারাবাহিকভাবে একটি পূর্ণাঙ্গ গল্প বলা হবে। নির্মাতাদের দাবি, এটি হবে এক অনন্য অভিজ্ঞতা, যেখানে দর্শকের ধৈর্য ও মনোযোগ হবে মূল চাবিকাঠি।

আরও পড়ুন: গাজার শিশু হিন্দ রাজাবের গল্প হলিউডে

উল্লেখ্য, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) বক্স অফিসে আয় করেছিল প্রায় ৬৫০ কোটি টাকা, আর ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ (২০১৭) আয় করেছিল রেকর্ড ১,৭৮৮ কোটি টাকা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়