News Bangladesh

বিনোদন সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘নন্দিনী’

১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘নন্দিনী’

ছবি: নিউজবাংলাদেশ

পরিতোষ বাড়ৈয়ের জনপ্রিয় উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘নন্দিনী’ আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন সোয়াইবুর রহমান রাসেল।

মুক্তি উপলক্ষ্যে বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। 

সেখানে উপস্থিত ছিলেন ছবির নায়িকা নাজিরা মৌ, অভিনেতা ফজলুর রহমান বাবু, অভিনেতা আজম খান, কণ্ঠশিল্পী কাজী শুভ, কাহিনীকার পরিতোষ বাড়ৈ, গীতিকার জাহিদ আকবরসহ চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত আরও অনেকে।

অভিনেত্রী নাজিরা মৌ বলেন, নন্দিনী’ সিনেমার শুটিংয়ের আগে আমাকে ‘নরক নন্দিনী’ উপন্যাসটি পড়ার জন্য দেওয়া হয়েছিল। গল্পটি পড়ার পর আর কোনো দ্বিধা না করে অভিনয় করার জন্য রাজি হয়ে যাই। আমার কাছে এই সিনেমাটি স্বপ্নের মতো। আর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আশা করি দর্শকেরাও সিনেমাটি উপভোগ করবেন।

আরও পড়ুন: অনুমতি ছাড়াই শাহ আবদুল করিমের গান, ২০ কোটি ক্ষতিপূরণ দাবি

অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, আমাদের ‘নন্দিনী’ সিনেমায় যারা কাজ করেছেন, প্রত্যেকেই তাদের সর্বোচ্চ দিয়ে অভিনয় করেছেন। সবার চেষ্টা ছিল দর্শকদের জন্য একটি ভালো সিনেমা উপহার দেওয়া। দর্শকরা যখন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন, আমি বিশ্বাস করি তারা গল্পে ডুবে যাবেন।

নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল বলেন, নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘নন্দিনী’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিরা মৌ। সাংবাদিক পলাশ চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে।

এ ছবিতে মোট পাঁচটি গান রয়েছে। জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈয়ের লেখা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, কাজী শুভ, স্বরলিপি ও দোলা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়