News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪০, ৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:৪০, ৩ সেপ্টেম্বর ২০২৫

আইনি জটিলতায় শাহরুখকন্যা সুহানা

আইনি জটিলতায় শাহরুখকন্যা সুহানা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা খান আইনি জটিলতায় পড়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মুম্বাইয়ের আলীগড়ে ১২ কোটি টাকার বেশি মূল্যে একটি জমি ক্রয় করেছেন তিনি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জমিটি কৃষকদের কোটাভুক্ত ছিল এবং কৃষিকাজের জন্য সংরক্ষিত ছিল। জমিটি সুহানা খান তিন বোন অঞ্জলি, রেখা ও প্রিয়ার কাছ থেকে ক্রয় করেছেন, যারা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়েছিলেন।

এখনো জমি রেজিস্ট্রি হয়ে গেছে এবং নথিপত্রে সুহানাকে কৃষক হিসেবে দেখানো হয়েছে। মালিকানা নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং শিগগিরই রিপোর্ট প্রকাশ করা হবে।

আরও পড়ুন: অনুমতি ছাড়াই শাহ আবদুল করিমের গান, ২০ কোটি ক্ষতিপূরণ দাবি

এ বিষয়ে সুহানা বা শাহরুখ খান এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়