News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৬, ২৯ আগস্ট ২০২৫

গাজার শিশু হিন্দ রাজাবের গল্প হলিউডে

গাজার শিশু হিন্দ রাজাবের গল্প হলিউডে

ছবি: সংগৃহীত

এবার হলিউডের পর্দায় উঠে আসছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৪ সালের জানুয়ারিতে নিহত পাঁচ বছরের শিশু হিন্দ রাজাবের হৃদয়বিদারক কাহিনী। 

তিউনিসীয় পরিচালক কাওথের বেন হানিয়া নির্মিত এই চলচ্চিত্রটির নাম ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’। চলচ্চিত্রটি ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে, যেখানে এটি গোল্ডেন লায়ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

চলচ্চিত্রটি হিন্দ রাজাবের শেষ মুহূর্তের ভয়েস রেকর্ডের ভিত্তিতে নির্মিত। ২০২৪ সালের ২৯ জানুয়ারি, গাজার টেল আল-হাওয়া এলাকা থেকে পরিবারসহ পালিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হামলা চালানো হয়। পরিবারের সবাই নিহত হলেও হিন্দ গাড়ির পেছনের সিটে আটকা পড়ে। তিনি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সাহায্য প্রার্থনা করেন। দুঃখজনকভাবে, তাকে উদ্ধার করতে গিয়ে দুই জন প্যারামেডিকও নিহত হন। পরবর্তীতে, তদন্তে জানা যায় যে, গাড়িটিকে লক্ষ্য করে ব্যাপকভাবে গুলি চালানো হয়েছিল।

আরও পড়ুন: নতুন দুই সিনেমায় ফিরছেন নেহা

এই চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন হলিউডের খ্যাতনামা ব্যক্তিত্ব ব্র্যাড পিট, জোয়াকিন ফিনিক্স, রুনি মেরা, জনাথন গ্লেজার, আলফনসো কুয়ারন।

প্রযোজনা সংস্থা হিসেবে রয়েছে ফিল্ম৪, এমবিসি স্টুডিওস, মাইম ফিল্মস, তানিট ফিল্মস এবং প্ল্যান বি এন্টারটেইনমেন্ট।

কাওথের বেন হানিয়া তার পূর্ববর্তী চলচ্চিত্র ‘ফোর ডটার্স’ এর জন্য অস্কার মনোনয়ন পেয়েছেন। 

তিনি বলেন, আমি যখন হিন্দ রাজাবের ভয়েস রেকর্ড শুনি, তখনই সিদ্ধান্ত নিই যে এই গল্পটি সিনেমার মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছাতে হবে।

৩ সেপ্টেম্বর ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ারের পর, ৭ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হবে।

এই চলচ্চিত্রটি ফিলিস্তিনের নিরপরাধ শিশুদের প্রতি বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করতে সহায়ক হবে এবং তাদের কষ্টের কাহিনী বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়