নতুন দুই সিনেমায় ফিরছেন নেহা

নিদ্রা দে নেহা। ছবি: সংগৃহীত
শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন নিদ্রা দে নেহা। সে সময় ক্ষোভে অভিনয় ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে নতুন খবর হলো, আবারও সিনেমায় ফিরছেন নেহা। ইতোমধ্যে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।
নিদ্রা নেহা বলেন, “সামনে দুটি সিনেমার কাজ আছে। আপাতত প্রস্তুতি নিচ্ছি। এরমধ্যে বিজ্ঞাপনের কাজগুলো করা হচ্ছে। মাঝে আমার পা ভেঙে গিয়েছিল। দেড় মাস বেড রেস্টে ছিলাম। এখন সুস্থ হয়ে আবার কাজে ফিরেছি। সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, তবে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।”
আরও পড়ুন: আমাল মালিকের ক্রাশ ছিলেন শ্রদ্ধা কাপুর
‘তাণ্ডব’ থেকে বাদ পড়া প্রসঙ্গে নেহা জানান, বিষয়টি অডিশনের কারণে নয়। তিনি বলেন, “আমি একদিন শুটিংও করেছিলাম। বাবার চিকিৎসার জন্য মুম্বাই যাওয়ার পরিকল্পনা বাতিল করে টানা দুই মাস সময় দিয়েছিলাম। এর মধ্যে এক সাংবাদিকের প্রশ্নে ছবির কথা বলেছিলাম। পরে নিউজ প্রকাশ হলে নির্মাতারা মনে করেন আমি নিজে প্রচারণা করেছি। অথচ আমি করিনি। সেখান থেকেই ভুল বোঝাবুঝি তৈরি হয়।”
নিউজবাংলাদেশ.কম/এসবি